Breaking News
Home / অন্যান্য / মুরগি ছানা বাঁচাতে চাওয়া সেই শিশুকে দেয়া হল সংবর্ধনা

মুরগি ছানা বাঁচাতে চাওয়া সেই শিশুকে দেয়া হল সংবর্ধনা

Spread the love

একটা ছোট্ট মুরগির ছানাকে বাঁচাতে চেয়েছিলো ছোট্ট ছেলেটা। এক হাতে মুরগিছানা অন্য হাতে ১০ টাকার নোট হাতে একটা ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। জানা গেছে, প্রবল মনুষ্যত্ব নিয়ে জন্মানো শিশুটির নাম ডেরেক সি লালছানহিমা। ভারতের মিজোরামের এই বছর সাতেকের শিশুটির প্রশংসায় এখন নেটিজেনরা।

ভারতের মিডিয়াগুলো তেমন পাত্তা না দিলেও ডিজিটাল মিডিয়ার দৌলতে এখন তার বিশ্বজোড়া খ্যাতি। তার মনুষ্যত্বকে যথারীতি সম্মান জানালো তার স্কুল। স্থানীয় একটি স্কুলের ক্লাস ওয়ানের ছাত্র ডেরেক। বৃহস্পতিবার স্কুলে তাকে ফুলের তোড়া, উত্তরীয় দিয়ে সম্মান জানানোর পাশাপাশি দেওয়া হয় প্রশংসাপত্রও।

প্রসঙ্গত, অসাবধানতা বসত তার নিজের সাইকেলেই চাপা পড়েছিলো মুরগির ছানাটি। তত্‍ক্ষণাত্‍ ছানাটিকে উদ্ধার করা বাড়িতে নিয়ে আসে সে। বাবা মায়ের কাছে কাতর আকুতি ছিল ছানাটিকে ঠিক করে দেওয়ার। বাড়ির লোকেরা তাকে বোঝানোর চেষ্টা করে সেটি বেঁচে নেই। এরপরই নাছোড় ডেরেক নিজের জমানো ১০ টাকা নিয়ে হাজির হয় হাসপাতালে। সেই ছবিই ভাইরাল হল নেট দুনিয়ায়।

Check Also

অন্যের বাড়িতে কাজ করে খেতে হয় যে সাবেক এমপির

Spread the loveঅন্যের বাড়িতে কাজ করে- রাজনীতি করেন অথবা করেছেন, আবার ব্যক্তিগত জীবনে প্রচুর অর্থকষ্টে …